দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের একটি সড়কের পাশ থেকে বৃহস্পতিবার সকালে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- দেবীপুর এলাকার রাজেন্দ্রনাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় ও মদনপুর এলাকার আজাহার আলীল ছেলে হানিফুর রহমান।
বীরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) শাকিলা পারভীন জানান, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পার্শ্বে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচা সড়কের ধারে ওই দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
তিনি বলেন, এ ঘটনার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
ওসি বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ