দিনাজপুরের বিরল উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো.কিবরিয়া(৩৫)উপজেলার হালজায় গ্রামের আব্দুল হান্নান মাস্টারের ছেলে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ নাসিম হাবিব জানান, রবিবার সন্ধ্যায়. কিবরিয়া তার বন্ধ দুলালসহ মোটরসাইকেলযোগে বহবলদিঘী থেকে বাড়ি ফিরছিলেন। পথে হাড়িপুকুর এলাকায় দুবৃত্তরা মোটরসাইকেল আটকিয়ে কিবরিয়ার ওপর হামলা ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত কিবরিয়াকে উদ্ধার করে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি শেখ নাসিম হাবিব। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান