দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রচণ্ড গরমের কারণে কাউকে না জানিয়ে পাঁচজন কিশোর বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীর স্লুইচ গেটে গোসল করতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ওই পাঁচজনের মধ্যে মো. রাজু ও মো. জাহিদুল ইসলাম জাহিদ পানির স্রোতে তলিয়ে যায়। এ সময় ওপরে উঠে এসে অন্য তিন কিশোর চিৎকার করলে এলাকার হাজার হাজার মানুষ ছুটে এসে নদীতে তল্লাশি চালায়। দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নদীতে তল্লাশি চালানোর পর তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- বীরগঞ্জ উপজেলার সুজালপুর সেন্টারপাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মো. রাজু (১৫) ও বীরগঞ্জ উপজেলা শহরের পোস্ট অফিস মোড়ের ইনসান আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম জাহিদ (১৭)।