দিনাজপুরে নারী শিশুসহ ৫ রোহিঙ্গা আটক

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঘাসুড়িয়া সীমান্তে নারী শিশুসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার, ২২ মার্চ সীমান্তের ২৮৮এর ৫১ সাব পিলারের ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মিয়ানমারের আইকাফ জেলার মন্ডু উপজেলার খানজিয়া পাড়া আব্দুল হক (৩৫) একই উপজেলার শিরদারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী মোছা. নুর ফাতেমা (২৫) তার ছেলে ফাহাত হোসেন (৫), কাবারি পাড়া গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী নুর ফাতেমা (২৬) এবং ১ তার বছরের শিশুকন্যা মাইমুনা বেগম।

২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোহাম্মদ অনিছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএম/