দিনাজপুরের বীরগঞ্জ ও ফুলবাড়ীতে সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল মো. মারুফ ও মো. রানা। বেলতলী নামক স্থানে বিপরীতগামী বালু বোঝাই ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে তারা ট্রাক্টরের নীচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা খাতুন তাদের মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডুমা গ্রামের আব্দুল লতিফের ছেলে ও তার বন্ধু রানা পাল্টাপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। তারা উভয়েই সনকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
অন্যদিকে, জেলার ফুলবাড়ী উপজেলার হাসপাতাল মোড় নামক এলাকায় পিকআপের চাপায় কামরুজ্জামান নয়ন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নয়ন পার্বতীপুর উপজেলার পাটিচাঘাট এলাকার আমিনুল হকের ছেলে।