দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ছোট মাগুড়া গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে কথিত‘বন্দুকযুদ্ধে’দুই ব্যক্তি নিহতের কথা জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন-গাইবান্দা জেলার সাদুল্যাপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম(২৮)ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হামিদ আলীর ছেলে ওয়াজেদ আলী(৩০)। পুলিশের দাবি, তারা দুজনেই আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহানের ভাষ্য, বুধবার রাতে নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওয়াজেদ আলী ও রফিক আলীকে আটক করে। তাদের সাথে নিয়ে ডাকাতদলের অন্যান্য সদস্যদের আটক করতে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে মাগুড়া গ্রামে যায়। এ সময় ডাকাতরা তাদের সর্দারদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে।
ওসির দাবি, এক পর্যায়ে ডাকাতদের গুলিতে ওয়াজেদ ও রফিক নিহত হয়। এছাড়া নবাবগঞ্জ থানার চার পুলিশ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানায় পুলিশ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান