দিনাজপুরের নবাবগঞ্জে ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে সরঞ্জামসহ গুড় জব্দ করা হয়েছে।
সোমবার (৪ জুন) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান উপজেলার বিনোদনগর ইউনিয়নের কচুয়ারপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সেকেন্দার আলীর বাড়িতে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে সেকেন্দার আলী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোকছেদুল মোমেনিন বলেন, সেকেন্দার আলী দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ থেকে নিম্নমানের গুড়ের নালী এনে বিষাক্ত কেমিকেল মিশিয়ে গুড় তৈরির মাধ্যমে বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন।
বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। তবে জব্দকৃত ভেজাল গুড় ধ্বংস করে দেওয়া হবে।
আজকের বাজার/একেএ