দিনাজপুরে মোটরসাইকেল চালাতে গিয়ে তিন স্কুল ছাত্র নিহত

প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোরাঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন স্কুল ছাত্র মারা গেছে। মঙ্গলবার বিকেলে ঘোরাঘাট উপজেলার কুন্দারুন গ্রামে এ ঘটনা ঘটে। খবর-বাসস

প্রত্যক্ষদর্শীরা  জানায়, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে মারা যায়।

নিহতদের মধ্যে দুইজন অষ্টম শ্রেণির ছাত্র ইমরান হোসেন(১৫) ও তার সহোদর ষষ্ঠ শ্রেণির ছাত্র মিলন রহমান(১৩)। তারা উপজেলার মরিচা গ্রামের শামসুল আলমের ছেলে। অপরজন হলেন তাদের ফুফাতো ভাই  মনিরুল ইসলাম(১৩)। তিনি উপজেলার বালাহার গ্রামের নুর হোসেনের ছেলে।

তারা সবাই বালাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

ঘোরাঘাট থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‌‘দুর্ঘটনাটি বিকাল তিনটার দিকে ঘটে এবং তারা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।’

পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠায়।

এমআর/