হাড় কাঁপানো শীতে দেশের অনেক অঞ্চলেই জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। রোববার ৭জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সবেচেয়ে বেশি কর্মজীবী ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিনাজপুরসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাবেই দিনাজপুরে তাপমাত্রা এতো কমে গেছে।
এদিকে রোববার দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার রাজশাহী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী অঞ্চলের উপর দিয়ে গত বুধবার থেকে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ায় কনকনে শীত অনুভব হচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, রোববার দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে। এদিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে তাপমাত্রা ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ অবস্থা আরো কিছুদিন থাকবে বলেও জানান তিনি।
আজকের বাজার:এসএস/৭জানুয়ারি ২০১৮