দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নে ২৩২টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র ব্যবস্থাপক (জিএম) হরেন্দ্র নাথ জানান, রোববার (০৩ জুন) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন ও নিজপাড়া ইউনিয়নের নিজপাড়, তেলিপাড়া, ঝাড়পাড়া, চক বেনারশি মাঝাপাড়া, চক বেনারশি দক্ষিণপাড়া, দারিয়াপুর সাহাপাড়া, কল্যাণী ঢোলপুকুর, শম্ভুগাঁও, কল্যাণী ২২ মাইল, ছয়ঘটি মাঝাপাড়া, চক বেনারশি ও পাল্টাপুর কোমলপুর গ্রামের ২৩২টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন মনোরঞ্জনশীল গোপাল এমপি।
নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম.এ খালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন, ডিজিএম মো. মমিনুর রহমান বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল ও পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু।
আজকের বাজার/ এমএইচ