দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ২৮ নভেম্বর সকালে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোজাফফর রহমান (৪০)। তিনি কমলপুর ইউনিয়নের আইহাই (আটোর) গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। কমলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাজেদুর রহমান তার পরিচয়ের তথ্য নিশ্চিত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুর রহিম বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজকের বাজার: আরআর/ ২৮ নভেম্বর ২০১৭