২০ আগস্ট রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান জানান, দেশের ৮টি বিভাগের মধ্যে দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আজ সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে দেশের কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজকের বাজার: এমএম/ ২০ আগস্ট ২০১৭