দিনের শুরুতেই বাবরকে ফেরালেন রাহী

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে বড় সংগ্রহের পথে পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ব্যাট করছে স্বাগতিকরা।

পাকিস্তান স্কোর : ৩৪৭/৪

নিজেদের প্রথম ইনিংসে বাবর আজম দিন শেষ করেছেন ১৪৩। তৃতীয় দিনের শুরুতেই তাকে ফিরিয়েছেন টাইগার পেসার আবু জায়েদ রাহী।

১৪৩ রান নিয়ে অপরাজিত থাকা বাবর রাহীর বলে প্রথম স্লিপে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১৯৩ বল খেলে ১৯টি চার ও ১ ছক্কায় ১৪৩ রান করে সাজঘরে ফেরেন।

বাবরের বিদায়ে ভাঙে ১৩৭ রানের জুটি। ৯২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩৪৭/৪। স্বাগতিকদের লিড ১১৪ রান। ক্রিজে আসাদ শফিকের (৬৪) সঙ্গী হারিস সোহেল (১)।

নতুন কিংবা পুরোনো বল। বাংলাদেশের বোলিংয়ে একদম ম্যাড়ম্যাড়ে। কোনো নিয়ন্ত্রন নেই। নেই উইকেট নেওয়ার পিপাসা। অগোছালো বোলিং আক্রমণের বিপক্ষে রান পাওয়া ছিল খুব সহজ। তাইতো একদিনেই আসল দুই সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি।

শান মাসুদের মতো ভুল করেননি বাবর আজম। সেঞ্চুরির পর শান মাসুদ থেমেছেন ওই রানেই। বাবর আজম দিন শেষ করেছেন ১৪৩ রানে। সেঞ্চুরির পথে দারুণ এগিয়ে যাচ্ছেন আসাদ শফিক। ৬০ রান করেছেন পাকিস্তানের টেস্ট স্পেশালিষ্ট।

পাকিস্তান এরই মধ্যে ১০৯ রানের লিড নিয়েছে। ম্যাচ পাঁচ দিনে গড়াবে কিনা তা সময় বলে দেবে। প্রশ্ন একটাই, পাকিস্তান কোথায় গিয়ে থাকবে?

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩

পাকিস্তান ১ম ইনিংস: ৮৭.৫ ওভারে ৩৪২/৩ (মাসুদ ১০০, আবিদ ০, আজহার ৩৪, বাবর ১৪৩*, শফিক ৬০*; ইবাদত ১৪.৫-২-৭৮-০, আবু জায়েদ ২০-২-৬৬-২, রুবেল ১৭-৩-৭৭-০, তাইজুল ৩৪-৫-১১১-১, মাহমুদউল্লাহ ২-০-৬-০)

 

আজকের বাজার/আরিফ