বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক পাকিস্তান। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রথম দিন বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৩ রানে।
পাকিস্তান স্কোর : ৩১/১
দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান শিবিরে শুরুতেই হানা দেন আবু জায়েদ রাহী। ইনিংসের দ্বিতীয় ওভার তথা নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক লিটন কুমার দাসের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার আবিদ আলী।
গত বছরের ডিসেম্বরে এই রাওয়ালপিন্ডিতেই শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে আবিদ আলী খেলেন অপরাজিত ১০৯* রানের ইনিংস। করাচিতে পরের টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রান, দ্বিতীয় ইনিংসে করে বসেন ১৭৪! কিন্তু আজ বাংলাদেশের বিপক্ষে ডাক মারেন ৩২ বছর বয়সী এ ডানহাতি ওপেনার।
নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে প্রথম দিন বোলিংয়ের সুযোগ হয়নি বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২৩৩ (তামিম ৩, সাইফ ০, শান্ত ৪৪, মুমিনুল ৩০, মাহমুদউল্লাহ ২৫, মিঠুন ৬৩, লিটন ৩৩, তাইজুল ২৪, রুবেল ১, আবু জায়েদ ০, ইবাদত ০*; আফ্রিদি ২১.৫-৩-৫৩-৪, আব্বাস ১৭-৯-১৯-২, নাসিম ১৬-০-৬১-১, ইয়াসির ২২-২-৮৩-০, হারিস ৬-২-১১-২)
আজকের বাজার/আরিফ