আয়কর মেলা-২০১৭ এর আজ চতুর্থ দিন।সরকারি ছুটির দিন হওয়ায় করদাতা-সেবাগ্রহীতাদের সুবিধার্থে ৪ নভেম্বর শনিবার ঢাকার মেলার সময় ৩ ঘণ্টা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। কিন্তু ছুটির দিন হওয়া শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়। শত শত করদাতা রিটার্ন দাখিল-করসেবা গ্রহণ করে।
মেলা সূত্র জানায়, মেলা ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আয়কর মেলার আগামী ৩দিন (৫-৭ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
উল্লেখ, মেলা সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে শুরু হওয়া মেলায় গত ৩ দিনে ঢাকাসহ সারাদেশে মোট ৯৮৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ১২৯ টাকার আয়কর আহরণ, ৩ লাখ ৯৬ হাজার ৬৩১ জনের করসেবা গ্রহণ ও ১ লাখ ১০ হাজার ৬৪টি রিটার্ন দাখিল করেছেন।
গতকাল শুক্রবার মেলার তৃতীয় দিন শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশের ৬০টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়। এ দিন মেলায় ২৩৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৭১৪ টাকার আয়কর আহরণ, ১ লাখ ৬৪ হাজার ২৫২ জনের সেবা গ্রহণ ও ৩৯ হাজার ৬৭২টি রিটার্ন দাখিল করা হয়।
আজকের বাজার:এলকে/এলকে ৪ নভেম্বর ২০১৭