দিনে ৫ লাখ মানুষ ভ্রমণ করবে রেলে

দেশের রেল যোগাযোগের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথাসময়ে বাস্তবায়ন হলে খাতটিতে প্রতিদিনের যাত্রী সংখ্যা বর্তমানের চাইতে দ্বিগুণ বাড়বে। আর তা হবে মাত্র আগামী দুই বছরে।

রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে বার্তা সংস্থা ইউএনবি।

আজ শনিবার প্রকাশিত ইউএনবির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রেল যোগাযোগের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথাসময়ে বাস্তবায়ন হলে আগামী দুই বছর প্রতিদিন রেলে কমপক্ষে ৫ লাখ মানুষ যাতায়াত করবে। বর্তমানে এই সংখ্যা আড়াই লাখের মতো।

মন্ত্রণালয়ের সূত্র মতে, বর্তমানে রেলের উন্নয়ন সেবার মান বাড়াতে ৪৬ প্রকল্প চলছে। এছাড়া রেলের সম্প্রসারণে রেলের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলছে মোট ৫৩টি প্রকল্পের কাজ।

আর এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলেও রেলের বর্তমান যাত্রী পরিবহন সক্ষমতা ২ লাখ ৫০ হাজার থেকে বেড়ে ৫ লাখ হবে বলে মনে করেন রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।

তিনি বলেন, আশা করি আগামী দুই বছরের মধ্যেই সকল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হবে। তখন আমাদের যাত্রী পরিবহন সক্ষমতা দ্বিগুণ বাড়বে।

রেলের মহাপরিচালক জানান, বাংলাদেশ রেলওয়ের সার্বিক উন্নয়নের জন্য ২০১০ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ২০ বছরে বাস্তবায়নের জন্য রেলওয়ে মহাপরিকল্পনা অনুমোদন করেছে সরকার।

মহাপরিকল্পনায় রয়েছে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডোর ডাবল লাইনে উন্নীতকরণ, বিদ্যমান রেলপথের মানোন্নয়ন, রোলিং স্টক সমস্যা দূরীকরণ, জনবলের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশে রেলওয়ের আয় বৃদ্ধি।

এ বিষয়ে রেলপথ মন্ত্রী মুজিবুল হক ইউএনবিকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছেন আগে কোনো সরকার প্রধান সেটা করেননি।

তিনি বলেন, সারা দেশের রের যোগাযোগ ব্যবস্থাকে আমরা আরও আরামদায়ক ও দ্রুতগতির করতে চাই।

মন্ত্রী বলেন, দেশে রেল যোগাযোগের চাহিদা দিন দিন বাড়ছে। সেই জন্যই ধারাবাহিকভাবে আমরা নতুন নতুন এলাকায় রেল যোগাযোগ চালুর উদ্যোগ নিয়েছি।

মুজিবুল হুক বলেন, গত আট বছরে ৩৪টি এলাকায় রেল সেবা চালু হয়েছে। এছাড়া এই সময় ১১২টি নতুন রেলগাড়ি যুক্ত হয়েছে দেশের রেলওয়ে নেটওয়ার্কে।

এসময়ে চীন থেকে আমদানি করা ২০টি ডেমু ট্রেনও রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে বলে জানান মন্ত্রী।

কয়েকদিন আগেই জাতীয় সংসদে রেলপথমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যেই মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান ও কক্সবাজার জেলা ২০২২ সালের মধ্যে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসছে।

তখন মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত। পর্যায়ক্রমে অন্যান্য জেলাগুলোকেও নেটওয়ার্কের আওতায় আনা হবে।
আজকের বাজার: সালি / ২৫ নভেম্বর ২০১৭