সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৬ সেপ্টেম্বর শনিবার আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস এ তথ্য জানিয়ে বলেন, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তিনি বলেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং আজ দেশের অভ্যন্তরীন নদীবন্দর সমুন্দ্রবন্দরের জন্য কোনো সতর্কবানী দেওয়া হয়নি।
আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা।
আজকের বাজার : এলকে/এলকে ১৬ সেপ্টেম্বর ২০১৭