চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৭২ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৯ উইকেটে ৩৭৭ রান। প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
আগের দিনের দুই উইকেটে ২২৫ রান নিয়ে খেলতে নেমে সফরকারীদের তৃতীয় উইকেটের পতন ঘটে দলীয় ২৫০ রানে। সাকিবের অসাধারণ থ্রো তে রান আউটের শিকার হন পিটার হ্যান্ডসকম্ব।
এরপর সেঞ্চুরি করে মোস্তাফিজের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের ব্যক্তিগত সংগ্রহ ১২৩ রান। এরপর সৌম্য সরকারের হাতে তালুবন্দী করে হিলটন কার্টরাইটকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
দলীয় ৩৪২ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে সফরকারীদের। ম্যাথু ওয়েডকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। এরপর উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।
মিরাজের তৃতীয় শিকার প্যাট কামিন্স। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন এই অজি ব্যাটসম্যান। দিনের সর্বশেষ উইকেটটি শিকার করেন সাকিব আল হাসান। অ্যাশটন আগারকে বোল্ড করেন তিনি।
গত সোমবার শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।
আজকের বাজার : এমএম / ৬ সেপ্টেম্বর ২০১৭