বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকেই ভারতের জার্সিতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্টে ইডেন গার্ডেনসে দেখা যেতে পারে তাকে। তবে সেখানে নতুন অবতারে আসবেন ভারতের সাবেক অধিনায়ক। টাইমস অফ ইন্ডিয়াকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ধারাভাষ্যকার হিসেবে ভারত-বাংলাদেশের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে ‘অভিষেক’ হতে পারে ধোনির।
২২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে ইডেনে থাকছে অনেক আয়োজন। বিশেষ এই উপলক্ষে মাঠে আসতে পারে অনেক অতিথিও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে হওয়া টেস্টের সময় ভারতের ড্রেসিংরুমে এসেছিলেন ধোনি। গোলাপি বলের এই ম্যাচে ধোনিকেও দেখা যেতে পারে মাঠে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, বোর্ড অনুমোদন দিলেই ধোনিকে দেখা যেতে পারে ধারাভাষ্যকার হিসেবে, ‘সম্প্রচারকরা বিসিসিআইয়ের কাছে এই ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যদি বোর্ড অনুমোদন দেয়, তাহলে ধোনি ইডেনের দিবারাত্রির টেস্টে ধারাভাষ্য দেবেন।’
আজকের বাজার/আরিফ