উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপুর্ণ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। ঘরের মাঠে পাওলো দিবালার দারুণ গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে জুভরা। ক্রিস্টিয়ানো রোনালদো একাদশে থাকলেও ম্যাচের সব আলো নিজের দিকে করে নিয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
পূর্ণ শক্তির দল নিয়েই ইতালিতে গিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচে একের পর এক আক্রমণও চালিয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। বারবার সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দলটি। উল্টো প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন দিবালা। জুভেন্টাস মাতে উৎসবে।
হালকা চোট থাকায় রোনালদোকে পুরো ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে ৯০ মিনিট খেললেও বল পায়ে একেবারে নিষ্প্রভ ছিলেন তিনি। মাত্র একবার প্রতিপক্ষ শিবিরে বলার মতো আক্রমণ করেছেন। ফলে ফের রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে।
কষ্টার্জিত এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করলো জুভেন্টাস। গ্রুপ পর্বে এখন শীর্ষে অবস্থান করছে তারা। ৫ ম্যাচ থেকে তাদের অর্জিত পয়েন্ট ১৩। বিপরীতে টেবিলের দুই নম্বরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ ৫ ম্যাচ খেলে জমা করেছে মাত্র ৭ পয়েন্ট।
আজকের বাজার/আরিফ