দিবা-রাত্রি কোন টেস্ট আর খেলবে না ভারত।ফলে আসন্ন অস্ট্রেলিয়া-ভারত দিবা-রাত্রি টেস্ট খেলাটি আর হচ্ছে না্।বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় দলের সফরে একটি দিবা-রাত্রির টেস্ট খেলার বিষয়ে আগ্রহী ছিল অস্ট্রেলিয়া। যা কিনা গত দুই বছরে সফরকারী দলগুলোর অলিখিত নিয়মে পরিণত হয়েছিল। প্রথাগত লাল বলের বাইরে কোনো টেস্ট না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ভারত।
প্রধান কোচ রবি শাস্ত্রির নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট ও প্রশাসক কমিটি জানিয়েছে দিবা-রাত্রির টেস্ট খেলতে প্রস্তুতির জন্য দলের কম পক্ষে দেড় বছর সময় দরকার। বিসিসিআই’র ভারপ্রাপ্ত সম্পাদককে বিষয়টি সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডকে জানাতে বলা হয়েছে।
আরজেড/