প্রতিশ্রুতি ভঙ্গ করে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাফ জানিয়ে দিয়েছে যে তারা আর কখনই দিবা- রাত্রী টেস্ট খেলবে না।
ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেডে অনুষ্ঠিতব্য চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি দিবা-রাত্রির হওয়ায় সেটি আর খেলছে না ভারত।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, চলতি বছরের শেষে এডিলেডে ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের সাথে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু বিসিসিআই ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এই ধরনের টেস্ট ম্যাচের কোনো ভবিষ্যত নেই বলেই বিসিসিআই দিবা-রাত্রির কোনো ম্যাচ আর খেলতে চাচ্ছেনা বলে সূত্রটি জানিয়েছে।
আজকের বাজার/আরজেড