রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, কয়েকদিন আগে তাঁদের হত্যা করে কাশবনে ফেলে রাখা হয়েছে। লাশে পচন ধরেছে।
শনিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে দিয়াবাড়ির খোলা মাঠ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তুরাগ থানার এসআই রিজিয়া।
তবে লাশ দুটির পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
এ পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয়রা লাশ দুটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
মর্গ সূত্র জানিয়েছে, নিহত দুজনেরই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
আজকের বাজার/এমএইচ