প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ রঞ্জি ট্রফির ফাইনালে জিতে নতুন বছরটা দারুণভাবে শুরু করেছে বিদর্ভ। সোমবার ঐতিহ্যবাহী এই ফার্স্ট ক্লাস আসরের ৮৩ তম আসরে ৬ বারের চ্যাম্পিয়ন দিল্লিকে ৯ উইকেটে হারায় বিদর্ভ। ১৫১ রান দিয়ে ৮ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ফাইনাল’ হন বিদর্ভের ডানহাতি মিডিয়াম পেসার রজনীশ গুরবানি।
ম্যাচের শেষদিনে মাত্র ২৯ রানের টার্গেটের পেছনে ছুটে সহজ জয় তুলে নিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে বিদর্ভ। এর আগে, ২৯ জানুয়ারি ইন্দোরে টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বিদর্ভ। ধ্রুভ শোরির ১৪৫ ও হিম্মত সিংয়ের ৬৬ রানের ওপর ভর দিয়ে প্রথম ইনিংসে ২৯৫ রান করে দিল্লি। এই ইনিংসে ৫৯ রানে দিয়ে ৬টি উইকেট তুলে নেন গুরবানি।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৯৬ রান করে বিদর্ভ। আকাশ সুদানের বলে ৩১ রানে সঞ্জয় রানাস্বামী ফেরত গেলে মাঠে নামেন রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক ওয়াসিম জাফর। নভদীপ সাইনির বলে আউট হওয়ার আগে ১১ চারে সাজানো ৭৮ রানের একটি ইনিংস খেলেন জাফর। এছাড়া অক্ষয় ওয়াখার করেন ১৩৩ রান। ব্যাটসম্যানেদের রানের উৎসবে প্রথম ইনিংসে বিদর্ভ করে ৫৪৭ রান। দিল্লির হয়ে ৫ উইকেট নেন নবদিপ সাইনি।
দ্বিতীয় ইনিংসে দিল্লি ২৮০ রানে অলআউট হয়ে মাত্র ২৯ রানের টার্গেট দিতে পারে বিদর্ভকে। জবাবে মাত্র ৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিদর্ভ। দ্বিতীয় ইনিংসে দিল্লির হয়ে ধ্রুভ শোরি ৬২ রান, নিতিশ রানা ৬৪ ও গৌতম গম্ভির ৩৬ রান করেন। বিদর্ভের আদিত্য শেরওয়াত ৪, অক্ষয় ওয়াখারে ৩ ও গুরবানি ২টি উইকেট নেন।
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮