ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছে।
দিল্লির দক্ষিণ-পূর্বে জাকির নগরে সোমবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে, দুই নারী, দুই শিশু ও দুই পুরুষ রয়েছেন।
চার তলা ওই ভবনে আগুনের ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দি হিন্দু ও এনডিটিভি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ার সময় ভবনের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।
ঘুম ভেঙে আগুন দেখে কয়েকজন ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। ভবনটি থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনে ওই ভবনে থাকা সাতটি গাড়ি এবং আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। এছাড়া উদ্ধারকাজ চালানোর সময় দুজন দমকল কর্মী আহত হয়েছেন।
আজকের বাজার/এমএইচ