ভারতের দিল্লির রানী ঝাঁসি রোডের আনজ মান্দির একিটি আবাসিক এলাকায় কাগজের কারখানা রবিবার ভোরে ভয়াবহ আগুনে অন্তত ৪৩ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভোর ৫টা ২২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের ভেতরে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধার করে দ্রুত আরএমএল হাসপাতাল ও হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জানিয়েছেন,‘নয়াদিল্লির রানী ঝাঁসি রোডের আনজ মান্দির আগুন লাগার ঘটনা ভয়ংকর। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ঘটনাস্থলে আহতদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।’
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন,‘খুবই দুঃখজনক ঘটনা। উদ্ধার তৎপরতা চলছে। দমকল বাহিনীর সদস্যরা তাদের সর্বাত্মক চেষ্টা করছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।’ সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান