দিল্লির শহরতলীর কেরারি এলাকায় একটি ৩ তলা আবাসিক কাম-বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে তিন শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছে। দিল্লির দমকল বাহিনী এ কথা জানায়। গত ৮ ডিসেম্বর দিল্লির উত্তরাংশে আনাজ মান্দি এলাকায় একটি ৪ তলা বিশিষ্ট অবৈধ উৎপাদন ভবনে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪৩ জনের প্রাণহানির পর এ ঘটনা ঘটলো।
দিল্লি দমকল বাহিনীর তথ্যানুসারে, রাত ১২টা ৩০ মিনিটে এক বাড়ি থেকে ফোন পাওয়ার পর ৮ টি দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ভবনটির নিচের তলায় কাপড়ের গুদাম এবং উপরের তলাসমূহ আবাসিক।
দিল্লির একজন দমকল কর্মকর্তা বলেন, ভোর ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, ৯ ব্যক্তি ঘটনায় নিহত হয়। তাদের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, রামচন্দ্র ঝা(৬৫),সুদরিয়া দেবী(৫৮),সাঞ্জু ঝা(৩৬),উদয় চৌধুরি(৩৩)ও তার স্ত্রী মুসকান(২৬),তাদের তিন সন্তান অঞ্জলি(১০),আদর্শ(৭)ও তুলসী(৬ মাস)।
তিন ব্যক্তিকে উদ্ধারকর্মীরা উদ্ধার করেন তারা হলো পুজা(২৪)ও তার কন্যা আরাধ্য(৩)এবং সৌম্য(১০)।
ভবনটির কোথাও অগ্নিনির্বাপনের কোনো যন্ত্র পাওয়া যায়নি। কর্মকর্তা বলেন, ৩ তলায় একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ভবনটি আংশিক ধ্বসে পড়ে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তথ্য-বাসস
আজকের বাজার/আথনূর রহমান