মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় নয়াদিল্লিতে কমপক্ষে ৩০ ব্যক্তির জীবন কেড়ে নেয়া সাম্প্রদায়িক দাঙ্গাকে যুক্তরাষ্ট্র সরকারের কমিশন রাজনৈতিক চরিত্র দিচ্ছে বলে অভিযোগ করেছে ভারত। হিন্দু ও মুসলিম উচ্ছৃঙ্খল জনতার মাঝে সংগঠিত এ সহিংস সংঘাত ছিল ভারতের রাজধানীতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গা। এতে দোকানপাট, মুসলিমদের ধর্মীয় স্থান ও যানবাহনে আগুন দেয়া হয়। পরিস্থিতি বর্তমানে বহুলাংশে শান্ত হয়ে এসেছে। আর মৃতের সংখ্যাটি বৃহস্পতিবার হাসপাতাল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন কমিশন বুধবার জানায়, তারা এ সহিংসতায় গভীরভাবে পীড়িত। সেই সাথে বিভিন্ন ঘটনার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করে যে মুসলিমদের বিরুদ্ধে চালানো হামলায় পুলিশ বাধা দেয়নি। এ অভিযোগ পুলিশ ও ভারতের কেন্দ্রীয় সরকার অস্বীকার করেছে। কমিশনার অনুরিমা ভারগাভা বলেন, ‘সরকার তাদের নাগরিকদের রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।’ জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কমিশনের মন্তব্য ‘আসলে ভুল এবং বিভ্রান্তিকর’ এবং দেখে মনে হচ্ছে তাদের ‘উদ্দেশ্য হলো ব্যাপারটিকে রাজনীতিকীকরণ করা’। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান