আইপিএলের সুবাধে ভারতের মাটিতে বাংলাদেশি যে ক্রিকেটারের সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা সেই সাকিব আল হাসানকে ছাড়াই দেশটিতে সফরে গেছে টাইগাররা। আকস্মিক এক ঝড়ে সাকিবের ক্যারিয়ারে সবচেয়ে বাজে ঘটনার কথা সবারই জানা। তাকে ছাড়াই বিমর্ষ মন নিয়ে সিরিজ খেলতে গেছে মাহমুদউল্লাহ-মুশফিকরা।
সফরের শুরুতে তিন ম্যাচ সিরিজে টি-টোয়েন্টির জন্য আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চড়েন মাহমুদউল্লাহ’র নেতৃত্বাধীন দল। তাদের সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফরা। ভারতীয় সময় বিকাল ৫টায় দিল্লি বিমানবন্দরে গিয়ে পৌঁছান তারা। সেখান থেকে টিম বাংলাদেশ উঠেছে দিল্লির আইসিটি মউরিয়া হোটেলে।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় অরুন জেটলি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩ নভেম্বর এই মাঠেই প্রথম টি-টোয়েন্টিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তামিম-সাকিব-সাইফুদ্দিন ছাড়া বাংলাদেশ।
আজকের বাজার/এমএইচ