দিল্লীর প্রতি ঘরে পৌঁছে যাবে সরকারি সেবা

ভারতের দিল্লীতে মৌলিক সরকারি সেবা সমূহ সবার ঘরে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রেশন কার্ডধারী দরিদ্র পরিবারগুলো যেসব ভর্তুকি সেবা পেয়ে থাকেন তা এখন থেকে সবার ঘরে পৌঁছে যাবে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে তার মন্ত্রীসভার সদস্যরা জানায়, বিশ্বে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম।

কেজরিওয়ালের উপ পরিচালক মনিষ সিসোদিয়া বলেন, দিল্লীর বাসিন্দাদের দীর্ঘ দিনের ভোগান্তিতে থাকার অভিযোগের প্রেক্ষিতে এখন থেকে সরকারি কর্মকর্তারা বাড়ি গিয়ে বায়োমেট্রিক্স ‘আধার’ এর সব ধরনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। প্রয়োজন হলে পারিতোষিক গ্রহণ করবে। কাগজে দরকারি তথ্য পূরণ করে নেবে। বিয়ের সনদপত্র, ঠিকানা পরিবর্তন, জাল সনদপত্র এ ধরনের সব সেবা এখন থেকে বাড়িতেই পৌঁছে দেওয়া হবে’।

তিনি আরও বলেন, এ সংক্রান্ত অধিকাংশ ব্যয় সরকারই বহন করবে। এতে করে দিল্লীর বাসিন্দারা প্রয়োজনীয় তথ্য খোঁজার পেছনে সময় দেওয়ার পরিবর্তে তাদের আসল কাজে সময় দিতে পারবেন।

দিল্লী সরকার জানিয়েছে , প্রকল্পটির প্রথম পর্যায়ে ৪০টি সেবা চালু হবে এবং প্রতিমাসে আরও ৪০টি সেবা যুক্ত হবে।

নতুন এ প্রকল্পটিকে মার্কিন ‘বিশেষজ্ঞ পরামর্শক’ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। পিউ গবেষণা কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, ভারতে সব নেতাদের মধ্যে গত বছর অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তায় ভাটা পড়ে। গত ফেব্রুয়ারি-মার্চের এক জরিপে কেজরিওয়াল ৩৯ শতাংশ জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বেড়ে ৮৮ শতাংশে পৌঁছে।

এদিকে গত দুই সপ্তাহে দিল্লীতে বায়ু দূষণের কারণে জন অসন্তোষ চরমে পৌঁছে। দূষণজনিত কারণে সরকার বাধ্য হয়ে কয়েক দিনের জন্য বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেয়।

আজকের বাজার:এলকে/এলকে ১৬ নভেম্বর ২০১