ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামমলার অন্যতম আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাজতত্ত্ব বিভাগের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি অবহিত করা হয়।
দিয়াজ হত্যা মামলারআসামী এ শিক্ষক গত বছর ১৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করার পর থেকেই কারাগারে রয়েছেন। এর আগে একই বছর সহকারী প্রক্টরের দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।
কারাগারে যাওয়ার ৫৫ দিন পর এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী ২০১৭ সালের ১৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করায় চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ১৫(এ) ধারানুসারে তাকে ওই তারিখের আগ থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
তবে তিনি বরখাস্ত থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আজকের বাজার : আরএম/১১ ফেব্রুয়ারি ২০১৮