‘ঢাকা অ্যাটাক’-খ্যাত দীপঙ্কর দীপনের নতুন সিনেমার নাম ‘ডু অর ডাই’। আগের সিনেমাটি ছিল দেশের প্রথম কপ থ্রিলার। এবারেরটি হতে যাচ্ছে এয়ারক্রাফট অপারেশন ভিত্তিক। এ ধরনের সিনেমা দেশে আগে হয়নি।
বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে চলচ্চিত্রের কনসেপ্ট পোস্টার উন্মোচনের মাধ্যমে নাম ঘোষণা দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে জানানো হয়, মুক্তিযুদ্ধের অবিশ্বাস্য ও দুঃসাহসিক ঘটনা হলো ‘অপারেশন কিলো ফ্লাইট’। এর বীর নায়কদের অন্যতম DHC3- OTTER বিমানের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলমের (বীর উত্তম) মুক্তিযুদ্ধের সময়ের এক অসম্ভব সাহসী ও অবিশ্বাস্য গল্প নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি।
অপারেশন কিলো ফ্লাইটের মতো একটি গুরুত্বপূর্ণ অপারেশন সম্পর্কে দেশের মানুষের অত্যন্ত কম জানা এবং শামসুল আলমের জীবনের নানা নাটকীয় ঘটনা ‘ডু অর ডাই’-এর মতো একটি কঠিন চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ করেছে পরিচালক ও প্রযোজকদের।
পরিচালক দীপঙ্কর দীপন এই ছবির নির্মাণের গুরুত্ব নিয়ে একটি প্রেজেন্টেশন দেন অনুষ্ঠানে। এতে পিরিয়ডিক হিস্টোরিক মুভি ও এরিয়াল ওয়ার ফেয়ার মুভি নির্মাণের নানা টেকনিক্যাল বিষয়ে গৃহীত পদক্ষেপের কথা বলেন। তিনি সিনেমাটিকে বাণিজ্যিক স্মার্ট সিনেমার আদলে তৈরি করতে চান, যেন তরুণ প্রজন্ম সিনেমা দেখার মাধ্যমে ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং লগ্নিকৃত অর্থ উঠে আসার মাধ্যমে অন্য প্রযোজকরাও এই ধরনের সিনেমা নির্মাণে উদ্বুদ্ধ হন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিলো ফ্লাইট অপারেশনের অংশগ্রহণকারী ক্যাপ্টেন আকরাম আহমেদ (বীর উত্তম), ফ্লাইং অফিসার বদরুল আলম (বীর উত্তম), ক্যাপ্টেন আব্দুল খালেক (বীর প্রতীক), নূরুল হক (বীর প্রতীক), কর্পোরাল মো. রুস্তম (বীর প্রতীক)।
বর্তমানে চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ চলছে। ক্রমান্বয়ে এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত সমস্ত প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে, ব্যাপক গবেষণা ও মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে চিত্রনাট্য চূড়ান্ত করা হবে। এরপরই কাস্টিং চূড়ান্ত হবে।
‘ডু অর ডাই’-এর নায়ক-নায়িকার নাম ঘোষণা না করলেও ঢাকা ও মুম্বাইয়ের তারকা শিল্পীদের ক্রমান্বয়ে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান নির্মাতা।
চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০১৯ সালে। থ্রি হুইলার্স লিমিটেড ও মেইন স্কয়ার কর্পোরেশনের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘ডু অর ডাই’।
আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮