বাড়িতে দীপাবলির পুজো করলেন শাহরুখ খান এবং গৌরী খান। পুজোর পর স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে আব্রামের সঙ্গে সেই ছবি শেয়ার করলেন বলিউডের বাদশা খান।
ছবিতে দেখা যাচ্ছে, দীপাবলি উপলক্ষে বাড়িতে পুজো করেন শাহরুখ খান এবং গৌরী খান। এরপর কপালে লাল এবং হলুদ রঙের টিপ পরে সেই ছবি শেয়ার করেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’।
জিরো-র পর শাহরুখ খান-কে অন্য কোনও সিনেমায দেখা যাচ্ছে না, তা নিয়ে জোর তরজা শুরু হয়ে যায়। যদিও বিষয়টি নিযে এখনও পর্যন্ত কোনও মন্তব্য় করতে দেখা যায়নি কিং খানকে। তবে নেটফ্লিক্সে এবার দেখা যাবে শাহরুখ খান-কে। সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে ছবি শেয়ার করে সেই আভাসও দেন কিং খান। তবে বক্স অফিসে জিরো মুখ থুবড়ে পড়ার পর শাহরুখ খান কি বলিউড থেকে ক্রমশ সরে দাঁড়াচ্ছেন, এমন প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
আজকের বাজার/লুৎফর রহমান