দীপিকা অভিনয়ের কারিশমাটা দেখিয়েছেন অনেক আগেই। এবার কবিতার পালা। তিনি যে ভালো কবিতাও লিখেন তার প্রমান দিলেন ইনস্টাগ্রামে নিজের লেখা একটি কবিতা শেয়ারের মাধ্যমে। ভাবছেন, কোন দীপিকার কথা বলছি? হ্যা, অভিনেত্রী দীপিকা পাডুকোনের কথাই বলছি।
নিজের লুকনো প্রতিভার কথা প্রকাশে এনেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ইনস্টাগ্রামে কবিতাটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ক্লাস সেভেনে পড়ার সময় তিনি এই কবিতাটি লিখেছেন। কবিতাটির নাম ‘আই অ্যাম’। সোশ্যাল মিডিয়ায় দীপিকার স্কুলবেলার কবিতাটি ভাইরাল হয়েছে।
সকলেই তার প্রতিভার প্রশংসা করছেন। বস্তুত, অভিনয়ের পাশাপাশি তিনি যে কবিতাকে হৃদয়ে লালন করেন তা প্রশংসারই দাবি রাখে।
আজকের বাজার: আরজেড/আএম/২২ ফেব্রুয়ারি ২০১৮