লক্ষ্মীপুরে কলেজছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজমুল হুদা তালুকদার এ রায় দেন।
জানা যায়, ডাকাতির উদ্দেশ্যে কলেজছাত্র দীপ্ত পালকে খুন করেছিলো অভিযুক্তো আসামীরা। এ ঘটনার প্রেক্ষিতেই আদালতে তাদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/ এমএইচ