দীর্ঘ ছুটিতে যাচ্ছে রাবি

পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৩৫ দিনের ছুটি ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বুধবার (১৬ মে)  এই ছুটি শুরু হয়ে চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

মঙ্গলবার (১৫ মে) রাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে আগামী ২১ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আগামী গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২০ থেকে ২৪ মে পর্যন্ত ক্যাম্পাসের অফিসগুলো বন্ধ থাকবে। আর বাকি দিনগুলোর মধ্যে রমজান উদ্দেশ্যে জুনের ১১ থেকে ২১ তারিখ পযর্ন্ত অফিস বন্ধ থাকবে ।

ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে  হল কর্তৃপক্ষ।

অন্তু/রাসেল/