দীর্ঘ বিরতির পর একসঙ্গে ওয়াসিম-রোজিনা

সত্তর দশকের পর্দা কাঁপানো জুটি জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী রোজিনা। দীর্ঘদিন পর ফের একসঙ্গে হলেন জনপ্রিয় এ জুটি।

সম্প্রতি টিভি পর্দার অনুষ্ঠানে অনেকদিন পর আবারো একসঙ্গে হাজির হলেন তারা।

বৃহস্পতিবার (২১ জুন) দুপুর ২টায় বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে চলচ্চিত্র বিষয়ক ‘ছায়াগল্প’ নামের একটি অনুষ্ঠানের রেকর্ডিং এ হাজির হন চলচ্চিত্রের এই দুই তারকা। এ অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন বুশরা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুকসানা পারভীন রুমা।

রোজিনা বলেন, ‘অনেকদিন পর ওয়াসিম ভাইয়ের সঙ্গে দেখা হলো। আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি। তিনি শুধু একজন জনপ্রিয় নায়ক নন তিনি একজন ভালো মনের মানুষ। তার বিপরীতে অভিনয় করা সব ছবিই দর্শকরা পছন্দ করেছেন।’

বুশরা বলেন, ‘সত্তর আশির দশকের সাড়া জাগানো সিনে জুটি তারা।দীর্ঘদিন পর আবার একসঙ্গে হাজির হন এ জুটি। বিটিভিতে ওয়াসিম-রোজিনাকে একসঙ্গে দেখার জন্য মানুষের ঢল নেমেছিল। ৩০ মিনিটের এ অনুষ্ঠানে তাদের অভিনীত ছবির গান, তাদের ক্যারিয়ারসহ অনেক অজানা বিষয় দর্শকরা দেখতে ও জানতে পারবেন।’

উল্লেখ্য, ওয়াসিম ও রোজিনা জুটি দর্শকদের বেশকিছু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। তাদের অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘রাজমহল’, ‘রাজকন্যা’, ‘রাজ সিংহাসন’, ‘নাদিরা’, ‘রাজিয়া সুলতানা’,‘মানসী’, ‘বিনি সুতার মালা’, ‘শীষনাগ’, ‘ভাগ্যলিপি’, ‘রেশমি চুড়ি’, ‘আলাদিন আলী বাবা সিন্দাবাদ’ প্রভৃতি। আগামী সপ্তাহে বিটিভিতে এ অনুষ্ঠানটি প্রচার করা হবে।

আজকের বাজার/আরআইএস