পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় রওনা দেয়ার ১৫ ঘণ্টা পর বুধবার সকালে ইসলামাবাদ পৌঁছায় টাইগাররা। সেখান থেকে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে যাবে মুমিনুল-তামিমরা।
টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পাকিস্তান গিয়েছিল টাইগাররা। সময় লেগেছিল মাত্র ৩ ঘণ্টা। তবে এবার আর বিশেষ বিমানের ব্যবস্থা করেনি বিসিবি। তাই কাতারের রাজধানী দোহা হয়ে ইসলামাবাদ যেতে হয়েছে জাতীয় দলের সদস্যদের। ট্রানজিট সময় নিয়ে তাই টাইগারদের এই দীর্ঘ ভ্রমণের ঝক্কি পোহাতে হলো। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেশত্যাগ করে বুধবার সকাল ১০টায় ইসলামাবাদ পৌঁছেছে টাইগাররা।
সিরিজের প্রথম টেস্টে ৭ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তান। এ ম্যাচে শেষে দেশে ফিরে আসবে টাইগাররা। সফরের দ্বিতীয় টেস্ট ও একমাত্র ওয়ানডে খেলতে মার্চে আবারো পাকিস্তান যাবে বাংলাদেশ।
আজকের বাজার/আরিফ