দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর দক্ষিনাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। অভ্যন্তরীন বিভিন্ন রুটের উদ্দেশ্যে বরিশাল ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো।
আজ রোববার ভোর থেকে নিয়মিত বিরতিতে এ লঞ্চ চলাচল শুরু হয়। তবে যাত্রী সংখ্যা কম থাকায় লঞ্চ ছেড়েছে নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে। রাত ৮টার পরে ছাড়বে ঢাকা-বরিশাল রুটের বিলাস বহুল নৌযানগুলো।
বিআইডব্লিউটিএ’র নির্দেশনা অনুযায়ী আজ প্রথম দিনে লঞ্চ কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে। লঞ্চে ওঠার সময় যাত্রীদের শরীরে ছিটানো হয় জীবানুনাশক। এছাড়া তাদের শারীরিক দূরত্ব বজায় রেখেও বসানো হয়।