২০১৮ বিশ্বকাপ থেকে দল বাদ পড়ায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন বুফন। সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথম লিগে ১-০ গোলে হারা ইতালি। ফলে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারবে না ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে অশ্রুসিক্ত বুফ্ফন বলেন, এটা হতাশার যে আমার শেষ ম্যাচের সঙ্গে বিশ্বকাপে জায়গা করে না নিতে পারার ব্যর্থতা মিশে রইল। বুফনের সঙ্গে সতীর্থ আন্দ্রেয়া বারজাগলি ও দানিয়েলে দ্য রস্যিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৯ বছর বয়সী বুফন ২০ বছরের ক্যারিয়ারে ইতালির হয়ে খেলেছেন ১৭৫টি ম্যাচ। ২০০৬ সালের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা এই খেলোয়াড় আশাবাদী, ইতালি ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, অবশ্যই ইতালিয়ান ফুটবলের ভবিষ্যত আছে, কারণ আমাদের আছে গর্ব, সক্ষমতা ও দৃঢ়সংকল্প।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭