দুঃসময়ে পাশে না দাঁড়িয়ে বিএনপি জনগণকে উসকানি দিচ্ছে : খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনার দুঃসময়ে পাশে না দাঁড়িয়ে বিএনপি জনগণকে উসকানি দিচ্ছে। তিনি বলেন, যারা সব সময় বাংলাদেশের জনগণকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে, কিছু কিছু জায়গায় তারা উসকানি দিচ্ছে। এদের ব্যাপারে সচেতন থাকতে হবে। খালিদ মাহমুদ আজ শনিবার দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, এ দুঃসময়ে বিএনপি ত্রাণ বিতরণ করছেনা, জনগণের খোঁজও নিচ্ছেনা, বরং উসকানি দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কোন উসকানিদাতার খবর পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ত্রাণ বিতরণ ও চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমন্বয় করেছেন-পৃথিবীতে কেউ সেটা পারেনি। তিনি বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ইউরোপ-আমেরিকা থেকে আমাদের দেশে করোনা সংক্রমণ কম। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর কৌশলের প্রশংসা করেছে জাতিসংঘ, আইএমএফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের বন্ধন যখন আঞ্চলিক বন্ধনে রূপ নিচ্ছে, তখন দেশের ভেতরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল টাস্কফোর্সের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশকে একটি ছাতার নিচে নিয়ে এসেছেন। যেটা এর আগে কেউ পারেনি। তিনি বলেন, ডাক্তার, পুলিশ, মাঠ প্রশাসন, সেনাবাহিনী সবাই দায়িত্ব নিয়ে কাজ করছে। নির্বাচিত জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতারাও কাজ করছেন। প্রধানমন্ত্রী নিজেই সারাদেশের জনগণের খোঁজ নিচ্ছেন। কেউ না খেয়ে থাকবেনা। কারো খাবারের কষ্ট হলে আমাদের জানাবেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার ৯টি স্পটে ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান