করোনার দুঃসময়ে সাংবাদিকদের চাকরিচ্যুত বা বেতন না কাটার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১১ মে) ঢাকা রিপোটার্স ইউনিটিতে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ বুথের উদ্বোধনের সময় এ আহ্বান জানান তিনি।
সংবাদমাধ্যমের মালিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, কেউ অপরাধ করলেও এখন শাস্তি দেয়ার সময় নয়। সবার সহযোগিতা ছাড়া এ দুর্যোগ মোকাবিলা সম্ভব নয় বলে জানান তিনি।