বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) থেকে ঋণ নিয়ে দুইটি ড্রিমলাইনার বোয়িং বিমান কিনছে সরকার।
রোববার (০১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
তিনি বলেন, দুই বোয়িং কেনার জন্য এইচএসবিসির কাছ থেকে ২৭ কোটি ডলার ঋণ নেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই ঋণের সুদহার হবে লন্ডন ইন্টার ব্যাংকের (লাইবর) রেটের সঙ্গে প্লাস ২ দশমিক ১৬ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, সবমিলিয়ে বোয়িং দুটি কেনার জন্য বাংলাদেশকে সুদ দিতে হবে ৭ দশমিক ২ শতাংশ হারে। ১২ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে যে ঋণ নিয়ে থাকে, তার সুদহার কম থাকে। আর পরিশোধের সময়ও পাওয়া যায় বেশি। কিন্তু বোয়িং বিমান কিনতে সুদ কেন বেশি হচ্ছে- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, হার্ডলোনে সুদ সবসময় একটু বেশি হয়।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ৬টি বোয়িং কেনার পর্যায়ে আছে। চলতি বছরে তার ২টি আসবে।
আজকের বাজার/এমএইচ