চলতি সপ্তাহের প্রথম দুই দিন সূচকের উত্থানে লেনদেন হলেও তৃতীয় ও চতুথ দিন থেকে আবারো পতন দেখা যায় দেশের দুই পুঁজিবাজারে।তবে শেষ দিনের লেনদেনে শুরুঠা নিম্নমূখী প্রবনতা নিয়ে হলেও দিন শেষ হয়েছে ঊধমূখী প্রবনতায়। দিনশেষ আজ মোট লেনদেনের পরিমানও বেড়েছে।ডিএসইতে আজ লেনদেন ছাড়িয়েছে ৪১১ কোটি ৭৩ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১৫২ টির দর কমেছে ১৫৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ৭৮ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১০২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১০৩ টির দর বাড়ে ১১৩ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৬ টির দর।
আজকের বাজার/মিথিলা