দুই অতিরিক্ত এটর্নি জেনারেল যথাক্রমে মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
এটর্নি জেনারেল কার্যালয় সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর আজ তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন । ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান মোমতাজ উদ্দিন ফকির।
বৃহস্পতিবার ৮ অক্টোবর নতুন এটর্নি জেনারেল হিসেবে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেয়া হয়।
গত ২৭ সেপ্টেম্বর এটর্নি জেনারেল মাহবুবে আলম চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।