অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোট আগামীকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ঢাকা মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্য সব অফিস থেকে এ নোট ইস্যু করা হবে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত নতুন মুদ্রিত এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত একই মূল্যমানের কাগুজে নোট ধাতব মুদ্রা চালু থাকবে। নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট বর্তমানে প্রচলিত নোটের মতই থাকবে।