স্বেচ্ছাশ্রমে সংস্কার হলো খোলপেটুয়া নদীর দুই কিলোমিটার বাঁধ। প্রশাসনের অপেক্ষা না করে নিজেরাই সংস্কার করলেন নদীর দুই কিলোমিটার বাঁধ।
সাতক্ষীরার আশাশুনিতে স্বেচ্ছাশ্রম দিয়ে খোলপেটুয়া নদীর দুই কিলোমিটার বাঁধ সংস্কার করেছে স্থানীয়রা। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত এই বাঁধ সংস্কার কাজে অংশ নেয় চারশতাধিক গ্রামবাসি।
উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, ঘূর্ণিঝড় আম্পানে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। শুক্রবার বিছট ঈদগাহ থেকে বিছট প্রাইমারি স্কুল পর্যন্ত বেড়িবাঁধ সংস্কার করে স্থানীয়রা। এরপর থেকে জোয়ারের পানি লোকালয়ে ঢোকা বন্ধ হয়েছে।