পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানি জাহিন স্পিনিং ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের পরিচলনা পর্ষদের সভা শনিবার ১৯ আগস্ট বিকেলে অনুষ্ঠিত হবে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সভায় কোম্পানি দুইটির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পরে।
জাহিন স্পিনিং
বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
আগের বছরে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
আজকের বাজার: আরআর/ ১৯ আগস্ট ২০১৭