দুই কোম্পানির বিক্রেতার সংকট

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত দুই কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস এবং আরডি ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুুপুর ১টার দিকে জেএমআই সিরিঞ্জের ক্রেতার ঘরে ১৬ হাজার ৩৫৫টি শেয়ার ২১৭.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৭ শতাংশ বা ১৯.২০ টাকা বেড়ে সর্বশেষ ২১৭.২০ টাকায় লেনদেন হয়।

আরডি ফুডের ক্রেতার ঘরে ১ লাখ ১৬ হাজার ৫০৭টি শেয়ার ১৬.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৬ শতাংশ বা ১.৫০ টাকা বেড়ে সর্বশেষ ১৬.৭০ টাকায় লেনদেন হয়।