উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রেল যোগাযোগ স্থাপন প্রসঙ্গে দুই দেশ আলোচনা করেছে। খবর এএফপি’র।
মঙ্গলবার (২৬ জুন) ‘ডিমিলিটারাইজড জোনে’ অস্ত্রবিরতি পালন করা পানমুনজম গ্রামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এএফপি’র খবরে বলা হয়, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে রেললাইন সংযোগ ইস্যুতে বিগত ১০ বছরের মধ্যে তাদের মধ্যে এটি ছিল প্রথম আলোচনা।
উল্লেখ্য, সিউল থেকে পিয়ংইয়ং এবং চীন সীমান্তের সিনুইজুতে যাওয়ার একটি রেললাইন বিদ্যমান রয়েছে। প্রকৃতপক্ষে কোরীয় যুদ্ধের অনেক আগে বিশ শতকের গোড়ার দিকে জাপান এটি নির্মাণ করে।
আজকের বাজার/একেএ